Advertisement
এটি আপনাদের কাছে কঠিন প্রশ্ন মনে হতে পারে। শুধু মহাশূন্যে কেন, রাস্তায় চলাচল, গাড়িতে যাতায়াত বা খোলা মাঠে বসেও তো আমরা মুঠোফোনে একান্তে কথা বলি। স্থান-কাল–পাত্রনির্বিশেষে মুঠোফোনে কথা চলে। এমনকি বিশেষ ব্যবস্থায় মহাশূন্যেও মুঠোফোনে কথা চলতে পারে। কীভাবে এটা সম্ভব?
আগে এটা সম্ভব ছিল না। বছর দশেক আগে নাসা তাদের ফোনস্যাট (PhoneSat) প্রোগ্রামের আওতায় মহাশূন্যে স্যাটেলাইট ফোন চালু করে। প্রথম দিকে এ ধরনের ফোনের সক্রিয়তা শুধু স্যাটেলাইটের ভেতরেই সীমাবদ্ধ ছিল। এর বাইরে ভূপৃষ্ঠের সেল টাওয়ারের সঙ্গে সংযোগ সাধন করে কাজ চালানো যেত না। এখন চলে।
সাধারণত স্যাটেলাইটভিত্তিক মোবাইল কমিউনিকেশন ব্যবস্থায় সংকেত আদান–প্রদানের মাধ্যমে মহাশূন্যে মুঠোফোনে কথা চলে। ক্রমান্বয়ে এ ধরনের ব্যবস্থায় মৌলিক পরিবর্তন এসেছে। এখন মহাকাশে বিস্তৃত অঞ্চলজুড়ে মোবাইল যোগাযোগ সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।