বিনোদন ডেস্ক : মহিলা পুলিশ দ্বার পরিবেষ্টিত মীর। কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাঁকে। হঠাৎ কী হল মীরের? সোশ্য়াল মিডিয়ায় কেন এমন ছবি পোস্ট করেছেন তিনি? কোন অপরাধেই বা গ্রেফতার করা হল অভিনেতা তথা সঞ্চালককে? মীরের প্রশ্নে পুলিশকর্মীরা নাকি তাঁকে বলেছেন, “আপনারা Awesome Saala – একটা আলগা মিউজিক ভিডিও বানান নি কেন???কত বছর আগে করবেন বলেছিলেন??!” শুক্রবার ইনস্টাগ্রামে মীরের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। তবে কি ‘Awesome Saala’ গানের উপর মিউজিক ভিডিয়ো বানাতে চলেছেন তিনি?
মহিলা পুলিশ দ্বার পরিবেষ্টিত মীর। কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাঁকে। হঠাৎ কী হল মীরের? সোশ্য়াল মিডিয়ায় কেন এমন ছবি পোস্ট করেছেন তিনি? কোন অপরাধেই বা গ্রেফতার করা হল অভিনেতা তথা সঞ্চালককে? মীরের প্রশ্নে পুলিস কর্মীরা নাকি তাঁকে বলেছেন, “আপনারা Awesome Saala – একটা আলগা মিউজিক ভিডিও বানান নি কেন???কত বছর আগে করবেন বলেছিলেন??!” শুক্রবার ইনস্টাগ্রামে মীরের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। তবে কি ‘Awesome Saala’ গানের উপর মিউজিক ভিডিয়ো বানাতে চলেছেন তিনি?
প্রশ্নের সুরে মীর বলতে চেয়েছেন, তাঁর প্রশ্ন, তিনি যদি তাঁর গানের ব্যান্ড ‘ব্যান্ডেজ’-এর সঙ্গে ‘Awesome Saala’-র একটা ভিডিও বানান, যেখানে কোন হিরো লাগবে না, কোন হিরোইন লাগবে না, লাগবে শুধু কিছু ভয়ঙ্কর ডান্সার আর বাকিটা থাকবে কাঁচা, raw, rustic….। আর তাতে মাটির গন্ধ থাকবে, কারণ মাটির মানুষ, খেটে খাওয়া মানুষ গানটিকে বড় বেশি আপন করে নিয়েছেন। শহুরে দর্শক নাক সিঁটকেছিলেন। খারাপ লাগেনি আমার। এটাই তো স্বাভাবিক! কারোর ভালো লাগবে, কারোর লাগবে না। Simple. Full Sto। আর এরপরেই অনুরাগীদের কাছে মীরের প্রশ্ন, ‘Awesome Saala গানটি নিয়ে আমরা যদি বিভিন্ন শহরেরে বাজারে, মলে, কলেজে flash mob করি, *তোমরা কি থাকবে*?’ এনিয়ে কমেন্ট সেকশানে প্রশ্নের উত্তর চেয়েছেন মীর।
মীরের প্রশ্ন উত্তর এসেছে অনেক। কমেন্ট কেউ লিখেছেন, ‘অবশ্যই’, কেউ লিখেছেন, ‘একদম থাকব’। কারোর কথায়, ‘আমি সবসময়ই গানটা পছন্দ করে এসেছি।’ কেউ আবার বলেছেন, ‘এটা তো এমনই জনপ্রিয়। তাই আগে তো নিয়ে আসুন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।