মহিলাদের পদোন্নতি হয় শরীর বিনিময়ে: স্বস্তিকা

বিনোদন ডেস্ক : পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, মহিলাদের ক্ষেত্রে শরীরের বিনিময় বলে মন্তব্য করেছেন ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

স্বস্তিকা মুখোপাধ্যায় তার সাক্ষাৎকারে বলেন, “পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, মহিলাদের ক্ষেত্রে শরীরের বিনিময়”। তার মতে, সমাজে এখনও মহিলাদের দক্ষতা এবং কাজের প্রতি ভালোবাসা উপেক্ষিত হয়, বিশেষ করে কর্মক্ষেত্রে। পুরুষরা যখন পদোন্নতি পায়, তখন তাকে তাদের পরিশ্রম এবং যোগ্যতা হিসেবে দেখা হয়, কিন্তু মহিলা কর্মীরা সেরকম প্রশংসা পান না। বরং তাদের পদোন্নতির পিছনে অনেক সময় শারীরিক সম্পর্ক বা সৌন্দর্যের বিষয়টিকে সামনে আনা হয়।

সাহসী পোশাকে ঝড় তোলা অভিনেত্রী এখন সন্ন্যাসী!

স্বস্তিকা আরও যোগ করেন, “২০২৫ সালেও মহিলাদের কর্মক্ষেত্রে অধিকারের জন্য সংগ্রাম করতে হয়।” অর্থাৎ, বর্তমান সমাজে এবং ইন্ডাস্ট্রিতে লিঙ্গবৈষম্য এখনও বিদ্যমান।

সূত্র: আনন্দবাজার