স্পোর্টস ডেস্ক : প্রতিবছরের মতো পালিত হয়ে গেল বিশ্ব মা দিবস। অন্য সবার মতো এই দিবসে মা’কে শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করেছেন ক্রিকেটাররাও। করোনার মতো মহামারির মুহূর্তে মায়েদের বিশেষ যত্নের পরামর্শ দেন সাকিব আল হাসান। এছাড়া মুশফিক, লিটন, মোসাদ্দেকসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মা দিবসের শুভেচ্ছা জানান।
মা। ছোট্ট অথচ সমুদ্রের মতো বিশালতায় ভরা একটি শব্দ। মায়া-মমতা আর ভালোবাসার অনন্য এক নিদর্শন।
শত প্রতিকূলতায়ও যিনি আগলে রাখেন নিজের সন্তানকে। দেখান আলোর পথ। জীবনের বেঁচে থাকার সবটুকু মূলমন্ত্র যেন আসে মায়ের কাছ থেকেই।
তাইতো প্রতিবছর মা দিবস এলেই শ্রদ্ধা আর ভালোবাসায় মাকে স্মরণ করেন সবাই।
প্রতিবছরের মতো এবারও পালিত হয়ে গেল বিশ্ব মা দিবস। এমন দিনে মায়ের প্রতি ভালোবাসার কমতি ছিল না কারোই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় মা দিবসের শুভেচ্ছা জানাতে। অন্য সবার মতো দেশের ক্রিকেটাররাও ফেসবুকে মায়েদের শ্রদ্ধা ও ভালোবাসা জানান।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মা দিবসের শুভেচ্ছা জানান। পাশাপাশি করোনার মতো সংকটের মুহূর্তে মায়েদের প্রতি বিশেষ খেয়াল এবং যত্নের আহ্বান করেন। সাকিবের মতো মুশফিকুর রহিমও মা দিবসের স্মরণে ফেসবুকে ছবি দিয়ে শুভেচ্ছা জানান।
সাকিব-মুশফিক ছাড়াও জাতীয় দলের আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ফেসবুকে মা দিবসের শুভেচ্ছা জানান। এর পাশাপাশি ওপেনার লিটন দাস এবং সাদমান ইসলামও মায়ের সঙ্গে ছবি দিয়ে শুভেচ্ছা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।