বিনোদন ডেস্ক: বিশ্ব মা দিবস উপলক্ষ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সংগীত পরিচালক নাভেদ পারভেজ। দিবসটি উপলক্ষ্যে পৃথিবীর সব মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রেখে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মা’ রোববার (১৪ মে) ইউটিউবে নাভেদ পারভেজ চ্যানেলে উন্মুক্ত করা হয়।
নাভেদ পারভেজ প্রোডাকশনের ব্যানারে রাজ বিশ্বাস শংকরের নির্দেশনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের ট্রেন্ডিং বিষয়কে চিত্রায়িত করা হয়েছে। গল্প লিখেছেন শিমুল এসবি।
এ বিষয় জানতে চাইলে নাভেদ পারভেজ বলেন, “মা দিবসের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মা’ প্রকাশ করার পরেই সকলের মনে জায়গা নিয়েছে। সেই সাথে বেশ প্রশংসা পেয়েছি। এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সেটিই তুলে ধরা হয়েছে।’
ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ উপহার দেবেন জানিয়ে এই সংগীত পরিচালক বলেন, ‘সামনে আরও সুন্দর গল্পনির্ভর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করব। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর হয়ে পড়ছে। এটি নিয়েও দারুণ বার্তামূলক কাজ উপহার দেওয়ার পরিকল্পনা চলছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
প্রসঙ্গত, গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির ‘সুরমা সুরমা’ গানটি ছিল দর্শপ্রিয়তার শীর্ষে। এটির সংগীত পরিচালনা করেন নাভেদ পারভেজ। জাহিদ আকবরের কথায় গানটিতে কণ্ঠ দেন ইমরান ও কোনাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।