Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকার দোহারে ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে নিপা সাহা (১৪) নামে এক শারিরীক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া খাড়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
দোহার থানার এসআই মো. রকিবুল ইসলাস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত নিপা সাহা ওই গ্রামের ধীরেন সাহার মেয়ে।
এসআই জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিপাকে বাড়িতে একা রেখে উপাসনার জন্য মন্দিরে যান তার মা। এ সময় তার বাবাও বাড়িতে ছিলেন না। এর মধ্যে ঘরে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা গিয়ে আগুন দ্রুত নেভাতে পারলেও ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে যায়। এসময় নিপাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিপার লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।