মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মা-মেয়েকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় মাসাব এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে মুন্না খান নামে একজন রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, একই এলাকার গোলজার মিয়া ও তাজুদের সঙ্গে তাদের শত্রুতা চলে আসছে। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় গোলজার, তাজু ওরফে পাগলা তাজু ও তার মেয়ে সুমনা, তাহমিনা ও সুলতানাসহ তাদের লোকজন মুন্না খানের বাড়িতে হামলা করে।

এসময় মুন্না খানের মা জোসনা বেগম ও বোন রুমি আক্তার তাদের বাঁধা দেন। পরে হামলাকারীরা তাদেরকে আমগাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেয়া হবে।