বিনোদন ডেস্ক: যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনতা। সারোগেসি (গর্ভভাড়া) পদ্ধতির মাধ্যমে মা হয়েছেন বলিউডের এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বামী জেনে গুডেনাফের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে মা হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন প্রীতি জিনতা।
মা হওয়ার সুসংবাদটি দিয়ে প্রীতি তার পোস্টে লিখেছেন, ‘আজ আমি সকলের সঙ্গে একটি আনন্দের খবর শেয়ার করতে চাই। আমি এবং জেন আমাদের যমজ সন্তানকে স্বাগত জানিয়েছি। যাদের একজনের নাম জয় জিনতা গুডেনাফ ও আরেকজনের নাম জিয়া জিনতা গুডেনাফ। আমাদের জীবনের নতুন এই অধ্যায়টি নিয়ে আমরা বেশ উচ্ছ্বসিত। এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়ার জন্য চিকিৎসক, নার্স এবং আমাদের সারোগেটকে আন্তরিক ধন্যবাদ।”
যুক্তরাষ্ট্রের নাগরিক জেনে গুডএনাফের সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতি জিনতা। ২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। একই বছরের ১৩ মে মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় বলিউড অভিনেত্রীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
শুধু প্রীতি জিনতাই নয়, এর আগে শাহরুখ খান, করন জোহর, আমির খান, একতা কাপুরসহ বেশ কয়েকজন বলিউড তারকা সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন।
নব্বয়ের দশকে তার গালের টোলেই মাত হয়ে যেতেন তার ফ্যানেরা। তার মিষ্টি হাসিতেই কাবু ছিল হিন্দি সিনেমার দর্শক। তবে বর্তমানে বেশ অনেকদিনই পর্দার বাইরে এই অভিনেত্রী। কিন্তু এখনও তার মিষ্টতা মুগ্ধ করে আট থেকে আশি সকলকেই। প্রীতি ডেবিউ করেন ‘দিল সে’ ছবিতে। তবে সেই ছবিতে তিনি ছিলে পার্শ্ব চরিত্রে। নায়িকার ভূমিকায় তাকে প্রথম দেখা যায় ‘সোলজার’ ছবিতে।
প্রথম ছবি থেকেই বলিউডে সাড়া ফেলেছিলেন তিনি। অভিনয়ের জন্য প্রথম ছবিতে সেরা ডেবিউও অ্যাওয়ার্ড পেয়েছিলেন অভিনেত্রী। সেরকমই একটি অ্যাওয়ার্ড সেরেমনির ভিডিও পোস্ট করে প্রীতি লেখেন, যদি আপনি রামধনুর পিছনে ছোটেন তাহলে আপনাকে বৃষ্টিতে ভিজতেই হবে। কারণ বৃষ্টিহীন জীবন অনেকটা ছায়াহীন সূর্যের মতো। সিনেমা জগতে আজ আমার ২৩ বছর পূর্ণ হল। আজ আমি তাদের কথা ভেবে উচ্ছ্বসিত যারা আমার এই সিনে যাত্রায় বরাবর আমার সঙ্গে থেকেছেন। আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ যারা এই পুরো জার্নিতে আমায় সাপোর্ট করেছেন, আমায় চ্যালেঞ্জ করেছেন এবং আমায় বাধ্য করেছেন যাতে আমি নিজেকে আরো উন্নত করে তুলতে পারি। আমার ফ্যান, সহকর্মী এবং সমালোচক যারা আমায় কখনও জীবনে এগোতে সাহায্য করেছেন, কখনও আবার আমায় মাটির কাছে ফিরতে সাহায্য করেছেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। প্রসঙ্গত, ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।