দ্বিতীয়বার মা হলেন ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী এবং সঞ্চালক ভারতী সিং। প্রথম সন্তানের তিন বছর পর দ্বিতীয় সন্তানের মা হলেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে টেলিভিশন শো ‘লাফটার শেফস’-এর শুটিংয়ে উপস্থিত থাকার কথা ছিল ভারতীর।

কিন্তু সেখানে তিনি উপস্থিত হতে পারেননি। ওই সময় অসুস্থ অনুভব করায় ভারতীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তার স্বামী চিত্রনাট্যকার, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক হর্ষ লিম্বাচিয়া।
হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন ভারতী। এরপরই তারকা দম্পতি সংসারে নতুন অতিথি আসার সুখবর জানান ইনস্টাগ্রামে।
দীর্ঘ সময় প্রেমের পর ভারতী সিং ভালোবেসে বিয়ে করেন হর্ষ লিম্বাচিয়াকে। ২০১৭ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন। তাদের প্রথম পুত্রসন্তান লক্ষ্য ওরফে গোল্লার জন্ম হয় ২০২২ সালের এপ্রিল মাসে।
ভারী বৃষ্টিতে ইরানের হরমুজ দ্বীপ রক্তিম লাল, কারণ জানালেন বিজ্ঞানীরা
প্রথম সন্তান পুত্র হওয়ায় এবার অবশ্য একটা মেয়ে সন্তানের শখ ছিল কমেডি কুইনের। তবে আরেকটি ছেলে সন্তান হওয়াতেও খুশি ভারতী-হর্ষ দম্পতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



