জুমবাংলা ডেস্ক : গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় মাংস কাটার সময় নিজের ছুরিতে জখম হয়ে আছিম উদ্দিন (৪৫) নামে এক কসাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব-এ-খোদা।
নিহত আছিম উদ্দিন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সলিমনগর এলাকার ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি মহানগরীর এনায়েতপুর স্কুলের পাশে মো. মোস্তফা কামালের বাড়িতে ভাড়া থাকতেন। অটোরিকশা চালানোর পাশাপাশি মাঝে মাঝে কসাইয়েরও কাজ করতেন তিনি।
ওসি জানান, বিশেষ দিনগুলোতে তিনি গরু কিনে কেটে মাংসও বিক্রি করতেন আছিম উদ্দিন। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গরু জবাই করে একটি প্লাস্টিকের টুলের ওপর বসে মাংস কাটছিলেন তিনি।
হঠাৎ প্লাস্টিকের টুলটি ফসকে নিচ থেকে সরে গেলে তিনি পড়ে যান। এসময় তার ডান হাতে থাকা ছুরিটি বুকের ডান পাশে বিদ্ধ হয়ে গুরুতর জখম হন তিনি। সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই আছিম মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।