সারফেস ল্যাপটপ ৪ ডিভাইসকে বলা হয় মাইক্রোসফটের প্রোডাকটিভিটি মেশিন। আপনি উইন্ডোজ ল্যাপটপ ক্রয় করতে চাইলে মাইক্রোসফট সবথেকে বেস্ট অপশন হতে পারে। মাইক্রোসফট এর ল্যাপটপ আপনি হাতে নিলেই এর আকর্ষণীয় ডিজাইন আপনাকে মুগ্ধ করবে।
সারফেসের ডিভাইসের কী-বোর্ড খুবই টেকসই। ৬ মাস ব্যবহারের পরেও মাইক্রোসফট এর ল্যাপটপকে একদম নতুন মনে হবে। হার্ডওয়ার এর গতি কমে যাবে না। আরও একটি ইতিবাচক দিক হচ্ছে প্রচন্ড চাপেও ডিভাইসটি গরম হয়ে যায় না।
মাইক্রোসফট দাবি করছে যে, তাদের আগের মডেল থেকে এই ডিভাইসটি অনেক বেশি টেকসই। টাচস্ক্রিন ফিচার থাকায় ব্যবহারকারীরা অন্যান্য অভিজ্ঞতা লাভ করবেন। সাধারণত ডেস্কটপ ১৬:৯ রেশিও এর হয়ে থাকে। তবে মাইক্রোসফট সারফেসের ৩:২ রেশিও এর ডেস্কটপ প্রোডাক্টিভিটি কাজের জন্য বেশ উপযোগী।
এই ডিভাইস এর ফেসিয়াল রিকগনেশন সিস্টেম খুবই উন্নতমানের। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা পিন ব্যবহার করার তেমন প্রয়োজন হয় না। সারফেস ল্যাপটপে এএমডি রাইজেন এর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
প্রসেসর একটু পুরোনো হলেও দৈনন্দিন জীবনের সকল কাজ সম্পাদনের ক্ষেত্রে এটি যথেষ্ট। তবে গেমিং এর জন্য উপযোগী হবে না। এ ল্যাপটপের দুইটি নেতিবাচক দিক হচ্ছে এডিটিং কাজের সময় দ্রুত ব্যাটারির চার্জ চলে যাওয়া ও ফ্যান এর শব্দ বেশি হওয়া।
তবে ফটো ও ভিডিও এডিটিং এর সময় দুর্দান্ত পারফর্ম করছে সারফেসের এ ডিভাইস। ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেয়া হয়েছে এই ল্যাপটপে। ডিভাইসটির ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের ভেরিয়েন্টের দাম ৯০ হাজার টাকা।
অন্যদিকে ১২৮ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র্যাম এর ভেরিয়েন্ট এর দাম ৭০ হাজার টাকা। এটির বিল্ড কোয়ালিটি প্রশংসার দাবি রাখে। সম্ভবত বাজারে এর থেকে বেটার উইন্ডোজ ল্যাপটপ আর হতে পারে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।