মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনে এআই সুবিধা পেতে কী করবেন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এখন সীমিত পরিসরে ব্যবহার করা যাবে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নতুন সংস্করণের ‘বিং’ সার্চ ইঞ্জিন। এতে ব্যবহৃত হয়েছে সফটওয়্যার কোম্পানি ওপেনএআই’র আলোড়ন সৃষ্টিকারী চ্যাটবট ‘চ্যাটজিপিটি’।
বিংয়ের ওয়েবসাইটে চালু করা এই নতুন ব্যবস্থায় বিভিন্ন নমুনা প্রশ্ন করতে পারবেন যে কেউই। তবে, গোটা ‘ডেস্কটপ প্রিভিউ’ সংস্করণ ব্যবহারের জন্য ব্যবহারকারীকে অবশ্যই এর ‘ওয়েটিং লিস্টে’ যোগ দিতে হবে।
এআই চালিত বিং সার্চ ইঞ্জিনের সহায়তায় গুগল থেকে বাইদু, এই খাত নিয়ে কাজ করা বিভিন্ন কোম্পানির এক সংক্ষিপ্ত তবে ক্রমবর্ধমান তালিকায় এখন নেতৃত্ব দিচ্ছে মাইক্রোসফট। আর বিভিন্ন অনুসন্ধানী প্রশ্নে ‘মানুষের মতো প্রতিক্রিয়া’ পেতে এই ধরনের চ্যাটবটের সহায়তা নিচ্ছে কোম্পানিগুলো।
সার্চ ইঞ্জিন বাজারে বিং গুগলের চেয়ে বেশ পিছিয়ে থাকলেও, এতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থা চালু হওয়ায় এই পরিস্থিতি শীঘ্রই বদলে যেতে পারে।
যারা এই নতুন সংস্করণের সার্চ ইঞ্জিন ব্যবহার করে দেখতে আগ্রহী, তাদের জন্য এটি ব্যবহারের প্রক্রিয়া তুলে ধরেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
নতুন বিং সার্চ ইঞ্জিনের ওয়েটিং লিস্টে যোগ দিন
নতুন বিং সার্চ ইঞ্জিনের সীমিত পরিসরের প্রিভিউ সংস্করণ ব্যবহার করতে ব্যবহারকারীকে ডেস্কটপে ‘bing.com/new’ নামের অ্যাড্রেসে প্রবেশ করতে হবে। পরবর্তীতে, ‘জয়েন দ্য ওয়েট লিস্ট’ বাটনে ক্লিক করতে হবে।
এতে ‘সাইন আপ’ করতে ব্যবহারকারীকে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। এতে তিনি বিদ্যমান মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে ‘সাইন ইন’ করতে পারেন অথবা নতুন অ্যাকাউন্টও তৈরি করতে পারেন।
সকল ধাপ অনুসরণের পর ব্যবহারকারীকে পুনরায় সাইন আপ পেইজে ফেরত পাঠানো হবে। আর এতে লেখা থাকবে ‘গ্রেইট! ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট।”
দ্রুত প্রবেশাধিকার পেতে ওয়েটিং লিস্টের ওপরের দিকে উঠুন
ওয়েটিং লিস্টে ওপরের দিকে যেতে ও নতুন এআই-চালিত বিং সার্চ ইঞ্জিনে দ্রুত প্রবেশাধিকার পেতে ব্যবহারকারীর জন্য দুটি সুযোগ রেখেছে মাইক্রোসফট। একটি হলো, সাইন আপ করার পর ‘ওয়েটলিস্ট’ পেইজে একটি নতুন বাটনের দেখা মিলবে, যেখানে লেখা ‘অ্যাক্সেস দ্য নিউ বিং ফাস্টার’। এতে ক্লিক করলে ব্যবহারকারী নিম্নোক্ত দুটি অপশন দেখতে পাবেন।
● ‘সেট মাইক্রোসফট ডিফল্টস অন ইয়োর পিসি’: এই অপশনে ব্যবহারকারীর ম্যাক বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ওয়েব ব্রাউজারে প্রাথমিক সার্চ ইঞ্জিন হিসেবে বিং-কে বাছাই করতে বলবে।
● ‘স্ক্যান দ্য কিউআর কোড টু ইনস্টল মাইক্রোসফট বিং অ্যাপ’: এই অপশনে ব্যবহারকারীর ফোন বা ট্যাবলেটের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে আইওএস বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে মাইক্রোসফটের ‘বিং’ অ্যাপ ডাউনলোড করা যাবে।
দুটো কার্যক্রমের বেলাতেই ব্যবহারকারী মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করা আছেন কি না, সেটি নিশ্চিত করতে হবে। এ ছাড়া, তালিকার ওপরের দিকে ওঠার ক্ষেত্রে এটি কোনো কাজেই আসবে না।
আপাতত, ব্যবহারকারীকে বিংয়ের সীমিত প্রিভিউ সংস্করণ ব্যবহারের জন্য ব্যবহারকারীকে কত সময় অপেক্ষা করতে হবে, ওই বিষয়ে তেমন কিছু বলেনি মাইক্রোসফট। তবে, আসন্ন সপ্তাহগুলোয় লাখ লাখ ব্যবহারকারীর কাছে এটি পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানিটি।
রিলিজ হলো সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।