আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যে গাছে বেঁধে ও জ্যান্ত পুড়িয়ে এক নারীকে হত্যার অভিযোগে তার দুই ছেলে ও এক পুত্রবধূকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের পর স্থানীয় পুলিশ সদস্যরা সোমবার (৩০ সেপ্টেম্বর) তাদেরকে আটক করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
পুলিশের সূত্র হতে জানা গেছে, আটককৃতরা হলেন রনবীর দেবনাথ ও তার স্ত্রী এবং বিপ্লব দেবনাথ।
পুলিশের বরাতে জানা গেছে, তিন ছেলের জন্মদাত্রী ৫৫ বছর বয়সী ওই নারীর নাম মিনতি দেবনাথ। শনিবার গভীর রাতে তাকে হত্যা করা হয়। ২০২২ সালে তার স্বামীর মৃত্যুর পর থেকে তিনি পশ্চিম ত্রিপুরার চম্পকনগরে গ্রেফতারকৃত দুই ছেলের সঙ্গে বাস করতেন। আর তার বড় ছেলে আগরতলার বাসিন্দা।
মিনতি দেবনাথের দগ্ধ দেহ তার বাসস্থানের পেছনে গাছে বাঁধা অবস্থায় খুঁজে পায় পুলিশ। ময়নাতদন্তের জন্য স্থানীয় এক সরকারি হাসপাতালে তার মরদেহ হস্তান্তর করা হয়।
পারিবারিক কোনও দ্বন্দ্বের জেরেই ওই নারীকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। তারা আরও জানিয়েছেন, মিনতি অবৈধ কোনও কাজে জড়িত ছিলেন বলে আটককৃতদের সন্দেহ ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।