আন্তর্জাতিক ডেস্ক : রাস্তা পারাপারের সময় মাকে ধাক্কা দেওয়া গাড়িটিকে পারলে লাথি মেরে ভেঙেই ফেলে সে। তার লাথিতে স্বাভাবিকভাবেই কোনো ক্ষতি হয়নি গাড়িটির। একই সঙ্গে ভয় ও হাসির একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
জানা গেছে, চীনের চংকিং শহরের একটি রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনাটি। সেই ভিডিও দেখে নেটিজেনরা একদিকে যেমন সমবেদনা জানাচ্ছেন, সেই সঙ্গে তারা ওই শিশুটির কাণ্ড দেখে হাসছেনও। কেউ আবার তাকে ‘হিরো’ বলছেন।
ভিডিওটি সম্পাদনা করে পোস্ট করা হয়েছে টুইটারে। ভিডিওর প্রথমেই দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে লাথি মারছে শিশুটি। কিছুই বোঝার উপায় নেই, কেন হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে এত রাগে লাথি মারছে শিশুটি।
ভিডিওর পরের অংশতেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায়। রাস্তার জেব্রা ক্রসিং দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী ও তার সঙ্গের শিশুটি। সেই সময় রাস্তা পারাপার হওয়ার কথা নয়। কারণ দেখা যাচ্ছে আশপাশ দিয়ে আরো গাড়ি যাচ্ছিল। ওই নারীও অন্যমনষ্ক ছিলেন।
সন্তানের হাত ধরে রাস্তা পারাপারের সময় সাদা রঙের একটি গাড়ি এসে ধাক্কা দেয় দু’জনকে। কিন্তু ভাগ্য ভালো, গাড়িটি তেমন গতিতে ছিল না। এই অল্প গতিতে ধাক্কা মারতেই দু’জনে ছিটকে পড়ে যান। গতি বেশি থাকলে বড় দুর্ঘটনা হতে পারত বলেই মনে করছে নেটিজেনরা।
মা-ছেলে দু’জনেই রাস্তায় পড়ে যাওয়ার পর গাড়ি ও গাড়ি চালকের ওপর রেগে যায় শিশুটি। ভিডিওতে দেখা যায়, মা ঠিক আছে কিনা একবার দেখে নিয়ে শিশুটি গাড়ির দিকে এগিয়ে গিয়ে জোরে লাথি মারে। তবে তার ওই ছোট ছোট পায়ের লাথিতে স্বাভাবিকভাবেই গাড়ির কোনো ক্ষতি হয়নি। গাড়ি চালকের দিকে তাকিয়ে তাকে রাগের ভঙ্গিতে কিছু বলতেও দেখা যায়।
এরই মধ্যে গাড়ির চালক বেরিয়ে আসেন সাহায্যের জন্য। আশপাশের লোকও এগিয়ে এসে ওই নারী ও শিশুকে সাহায্য করেন। যে গাড়িটি ধাক্কা মেরেছিল, তাদের সেই গাড়িতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে চীনের স্থানীয় সংবাদমাধ্যম। প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয় তাদের।
দেখুন সেই ভিডিও
This little boy in Chongqing #China is his mummy’s big hero – he vented his anger at a car that sent his mum flying. 💕🇨🇳
Via South China Morning Post #ThursdayMotivation #Amazing pic.twitter.com/FugBOoM0Uq— Danyal Gilani (@DanyalGilani) December 12, 2019
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.