আন্তর্জাতিক ডেস্ক : পরপর সাতবার! একের পর এক ছুরিকাঘাতে এলোপাতাড়ি কোপ দেওয়া হয়েছে চিকিৎসকের মুখে-বুকে-পেটে। বুধবার সকালে ভারতের চেন্নাইয়ের কলাইনার সেন্টেনারি হাসপাতালের ওপিডি বিভাগে ঘটনাটি ঘটেছে। ক্যানসার আক্রান্ত মাকে ভুল ওষুধ দেওয়ায় এক ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এ ঘটনার হাড় হিম-করা এক ভিডিও। গুরুতর আহত অবস্থায় চিকিৎসক বালাজি জগন্নাথকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে হামলাকারী ভিগনেশকে।
হাসপাতাল সূত্র বলছে, অভিযুক্ত যুবকের মা গত মে মাস থেকে হাসপাতালে ভর্তি। তিনি ক্যানসারে আক্রান্ত। তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়েছে শুনে বুধবার তিন বন্ধুকে নিয়ে হাসপাতালে যান ওই যুবক। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, রিসেপশন থেকে একটি স্লিপ নিয়ে মায়ের চিকিৎসকের সঙ্গে দেখা করতে তাঁর ঘরে গিয়েছিলেন তিনি। সেখানে ওই চিকিৎসকের ওপর হামলা চালান ওই যুবক। এ ঘটনার পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু হাসপাতালের কর্মীরা তাঁকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
হাসপাতালের ডিরেক্টর এল পার্থসারথি বলেন, ‘ওই চিকিৎসক নিজে হৃদ্রোগী। তাঁর বুকে পেসমেকার রয়েছে। তাঁর কপালে ও কানেও ছুরি দিয়ে কোপ দেওয়া হয়েছে। আপাতত আইসিইউতে ভর্তি করানো হয়েছে চিকিৎসককে। পরিস্থিতি এখনও উদ্বেগজনক।’
অন্য দিকে, ওই চিকিৎসকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই জানিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম।
চিকিৎসকের উপর হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
কলকাতার আরজি করে ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্ট ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের কথা বলেছে। দেশের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্যই এই নির্দেশ। উদ্দেশ্য চিকিৎসকদের নিরাপত্তা। কিন্তু চেন্নাইয়ের এই ঘটনা আরও একবার চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উস্কে দিল। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন তামিলনাড়ুর চিকিৎসকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।