জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে গলায় ফাঁ*স লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মাদ্রাসাছাত্রী হিরা আক্তারের (১২) হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন জনকে আ*টক করেছে। তারা হলো, ফুলহাতা গ্রামের সিদ্দিক সিকদারের ছেলে ওসমান সিকদার (২৪), পশ্চিম বহরবুনিয়া গ্রামের আলম মৃধার ছেলে শাহিন (১৯) ও সোবাহান মৃধার ছেলে রফিকুল মৃধা (১৯)। খবর : কালেরকণ্ঠ
এ বিষয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম বলেন, রাতেই বাগেরহাট পিবিআই’র একটি তদন্ত এক্সপার্ট টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন ধরণের আলামত সংগ্রহ করা হয়েছে।
মোরেলগঞ্জ থানা ওসি কেএম আজিজুল ইসলাম জানান, হিরার শরীরের বিভিন্ন স্থানে লিপস্টিক মেখে রেখে ছিল তার অপরাধীরা। গলায় গামছা লাগানো, সুরতহাল রিপোর্টে এসব আলামত আমরা পেয়েছি। আজ বুধবার বেলা ১০টার দিকে হিরার পোস্ট*মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতাল ম*র্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, রিপোর্ট পেলেই প্রকৃত কারণ জানা যাবে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের নিজ বসতঘরে অবস্থায় ঝুল*ন্ত অবস্থায় পাওয়া যায় তার মেয়ে হিরা আক্তারকে। সে স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তার পিতা গাউছ শেখও একই মাদরাসার নৈশ প্রহরী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি কেএম আজিজুল ইসলাম।
বি:দ্র: কিছু শব্দ ফেসবুকে ব্লক থাকায় নিউজে দেয়া যাচ্ছে না।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel