আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের ৬০ শতাংশ জনগণ প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও প্রধানমন্ত্রী জিন ক্যাসেক্সকে পছন্দ করেন না। সম্প্রতি অনলাইনে পরিচালিত এক জরিপে এমনটিই উঠে এসেছে।
তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফ্রেঞ্চ ইনস্টিটিউট অব পাবলিক অপিনয়ন (আইএফওপি) ওই জরিপ পরিচালনা করে। জরিপে অংশ নেয় এক হাজার ৯৩৬ জন। তাদের বয়স ১৮ বছর বা তার বেশি।’
জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট মাখোঁর ওপর দেশটির ৬০ শতাংশ মানুষ সন্তুষ্ট নন। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী জিন কাসেক্সের ওপরও সন্তুষ্ট নন ৫৯ শতাংশ ফরাসি।’
গত বৃহস্পতিবার প্রেসিডেন্টর কার্যালয় থেকে জানানো হয়, এমানুয়েল মাখোঁ করোনা পজিটিভ। তারপর থেকেই তিনি কোয়ারেন্টিনে রয়েছেন। এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছিল, ম্যাক্রোর অবস্থার একটু উন্নতি হয়েছে। করোনার উপসর্গের পরই ম্যাক্রো দ্রুত পিসিআর পরীক্ষা করিয়েছিলেন।
আইএফওপি পরিচালিত জরিপে দেখা যায়, এই ডিসেম্বরে মাখোঁর জনপ্রিয়তা ৩৮ শতাংশ থেকে তিন শতাংশ কমে এসেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী ক্যাসেক্সের জনপ্রিয়তা ৩৭ শতাংশ থেকে দুই শতাংশ কমেছে।
গত নভেম্বরে পরিচালিত এক জরিপে দেখা যায়, করোনাভাইরাস প্রতিরোধে প্রতি ১০ জনের সাতজন ফ্রান্স সরকারের ওপর আস্থাহীন। এ ছাড়া করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপকে অসঙ্গতিপূর্ণ মনে করেছেন ফরাসিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।