জুমবাংলা ডেস্ক : মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু মিয়াকে (৫০) আটক করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল রাতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) ঘটনাটি ঘটে মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায়। এ ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু মিয়াকে অভিযুক্ত করা হয়।
বৃহস্পতিবার রাতে মাগুরা সদর থানার সামনে বিক্ষোভ করে সাধারণ জনতা। এসময় তারা ধর্ষণের সাথে জড়িত অভিযোগ করে হিটু মিয়ার শাস্তির দাবি জানায়।
পুলিশ জানায়, কয়েকদিন আগে তৃতীয় শ্রেণিতে পড়া শিশুটি তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখানে শিশুটিকে একা পেয়ে বৃহস্পতিবার দুপুরে বোনের শ্বশুর হিটু মিয়া তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হিটু মিয়ার নামে এর আগেও একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রা কর্মকর্তা (ওসি) আয়ব আলী বলেন, অভিযুক্ত হিটু মিয়াকে আটক করা হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে ঘটনার সত্যতা সম্পর্কেনিশ্চিত হয়েছি। ভিকটিমের বড় বোনের সাথে কথা হয়েছে। তিনি জানান, তার শ্বশুর হিটু মিয়া এই ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিনজিরায় তৈরি নকল ট্যাং-জুস-গ্লুকোজে সয়লাব বাজার, স্বাস্থ্যঝুঁকিতে রোজাদাররা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।