
Advertisement
জুমবাংলা ডেস্ক: মাগুরায় নতুন করে ১২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। খবর ইউএনবি’র।
এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৬৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২১১ জন এবং মারা গেছেন আটজন।
জেলা সিভিল সার্জন প্রদীপ কুমার বলেন, ‘আরও ৭৫ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে, যার মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।’
সেই সাথে আরও সুস্থ হয়েছেন ১৯ জন।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে পৌরসভা এলাকায় ২২৪, সদর উপজেলায় ৪৯, শ্রীপুরে ৩৬, মোহাম্মদপুরে ৩০ ও শালিখায় ২৩ জন রয়েছেন।
বর্তমানে হোম আইসোলেশনে আছেন ১৩৪ জন এবং হাসপাতালে ভর্তি পাঁচজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।