জুমবাংলা ডেস্ক : জেলার মহম্মদপুর উপজেলার খর্দফুলবাড়ি গ্রামে শুক্রবার পানিতে ডুবে জান্নাতি বেগম নামে দুই বছরের এক শিশু মারা গেছে।
নিহত জান্নাতি বেগম খর্দফুলবাড়ি গ্রামের জমির হোসেনের মেয়ে।
Advertisement
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুপুরে বাড়ির সবাই যখন কাজে ব্যস্ত ছিল তখন শিশুটি হাঁটতে হাঁটতে ঘরের পাশে ডোবার পানিতে পড়ে যায়। দীর্ঘসময় ধরে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে শিশুদের লাশ ওই ডোবায় ভেসে উঠে।
পুলিশ জানায়, এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


