Advertisement
মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (২৬) নামে এক মোটরসাইকেল চালকের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের আরও এক আরোহী।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মহম্মদপুর সড়কে নাওভাংগা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম সদর উপজেলার সিরিজদিয়া গ্রামের ইমান আলির ছেলে।
নিহতের পরিবারের বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, সকালে বোনের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে মাগুরা মহম্মদপুর সড়কে নাওভাংগা নামক স্থানে রবিউল নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রবিউলের মৃত্যু হয়।
এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি জয়নাল আবেদিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।