Advertisement
শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ১ মিনিটে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর মাজেদের মরদেহ গ্রহণ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেন স্ত্রী সালেহা বেগম।
মাজেদের ফাঁসি কার্যকরের আগে সালেহা বেগমকে কারাগারে আসতে বলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা।
তিনি জানান, মাজেদের মরদেহ তার স্ত্রী ও আত্মীয়স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হবে।
এদিকে স্বামীর ফাঁসি কার্যকর হওয়ার পর সাদা রঙের একটি প্রাইভেটকার নিয়ে রাত ১২টা ১৮ মিনিটে কারা ফটকে আসেন মাজেদের স্ত্রী।
সঙ্গে তার কয়েকজন আত্মীয় আসেন। পুলিশ তাদের গাড়ি থেকে নামান। এরপর তারা হেঁটে কারাগারের ভেতরে প্রবেশ করেন। তবে মরদেহ হস্তান্তরের জায়গায় দুজন পুরুষ ও দুজন নারী গেছেন বলে কারা সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।