মাঝ রাস্তায় যার খপ্পরে পড়লেন উরফি!
বিনোদন ডেস্ক: খোলামেলা পোশাকের কারণে সবসময়ই আলোচনায় থাকেন উরফি জাভেদ। তাকে নিয়ে কটাক্ষ, উপহাস ও বিদ্রূপ চলতেই থাকে।
পোশাকের কারণে থানা পুলিশ পর্যন্ত যেতে হয়েছে তাকে। যৌন হেনস্তা, ভিডিওকলে কুপ্রস্তাব ইত্যাদি বিষয়ে মুখ খুলেছেন একাধিকবার। এবার বাস্তব জীবনেও হেনস্তার শিকার হয়েছেন তিনি।
অ্যাপ ক্যাবে বিমানবন্দরে যাওয়ার পথে বিভ্রাট। জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হিসাবে সেই ঘটনা টুইটারে শেয়ার করেন উরফি।
তিনি জানান, দিল্লিতে ৬ ঘণ্টার জন্য উবারে গাড়ি বুক করেছিলেন তিনি। মাঝ রাস্তায় খেতে নামতেই তার মালপত্র নিয়ে চম্পট চালক। খাওয়া শেষে তাকে দেখতে না পেয়ে তার এক বন্ধুকে বিষয়টি জানান উরফি।
ঘটনার বিবৃতি দিয়ে উরফি লিখেছেন, আমার বন্ধুর কড়া কথা শুনে সেই চালক ১ ঘণ্টা পর ফিরে আসে। মাথা থেকে পা অবধি মদে চুর। হাঁটতেই পারছিল না, টলতে টলতে মিথ্যা বলে চলল। ও নাকি লোকেশনেই অপেক্ষা করছিল। এদিকে আমরা দেখেছি আমাদের অবস্থান থেকে এক ঘণ্টার দূরত্বে সে গাড়ি নিয়ে চলে গেছে। আমি ফোন করে কিছু করতে পারিনি। আমার বন্ধুকে বলতে কাজ হলো।
স্বল্প পোশাকে বিতর্কের ঝড় তুললেও উরফির অনুরাগীর সংখ্যাও কম নয়। তার অভিজ্ঞতা শুনে অনেকে সহানুভূতি প্রকাশ করেন। অ্যাপ ক্যাবে উঠে নিজেদের দুর্ভোগের কথাও জানান অনেকেই।
৯০ কোটির লেহেঙ্গা ছিল আম্বানীকন্যার বিয়েতে, বলিউড নায়িকাদের কার কত?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।