স্পোর্টস ডেস্ক: ‘হাউ ইজ দ্যাট’। আম্পায়ারের কাছে লেগ বিফোরের জোরালো দাবি রাখলেন ক্রিস গেইল। কিন্তু আম্পায়ার কোন সাড়া দিলেন না। গেইল যেন আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারলেন না। কেঁদেই দিলেন ইউনিভার্স বস। মাঠে গেইলের এই কেঁদে ফেলার ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
গেইল মাঠে কাঁদছেন মানতে কষ্ট হলেও এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার এনজানজি সুপার লিগে।
ক্রিস গেইল টি-২০ ক্রিকেটের অন্যতম বিনোদনদায়ী ক্রিকেটার। ব্যাট হাতে বোলারদের বলে বড় বড় ছক্কা মেরে তা মাঠ ছাড়া করে বিনোদন দেন তিনি। মাঠে নানান উৎযাপন করেও ক্রিস গেইল থাকেন আলোচনায়। গেইল সেই বিনোদন দেওয়ার জন্যই কাঁদলেন এবার? অনেকে অবশ্য তেমনটাই মনে করছেন।এনজাননি সুপার লিগে গেইল জোঝি স্টার্সের হয়ে খেলছেন। আর ম্যাচটি ছিল পার্ল রকর্সের বিপক্ষে। ব্যাট হাতে গেইলকে ওই ম্যাচে ওপেনিংয়ে নামতে দেখা যায়নি। তিনে ব্যাট করতে নামেন তিনি। কিন্তু রান করতে পারেননি। বল হাতে তাকে দিয়েই ওপেন করায় তার দল। ওভারের শেষ বলে গেইল স্লোয়ার ফ্লাইট দেন। ব্যাটসম্যান বল ব্যাটে লাগাতে ব্যর্থ হন। প্যাডে গিয়ে লাগে তার। গেইল লেগ বিফোরের আবেদন করেন। আম্পায়ার না করে দিতেই কেঁদে দেন গেইল।
এনজাননি সুপার লিগে গেইল জোঝি স্টার্সের হয়ে খেলছেন। আর ম্যাচটি ছিল পার্ল রকর্সের বিপক্ষে। ব্যাট হাতে গেইলকে ওই ম্যাচে ওপেনিংয়ে নামতে দেখা যায়নি। তিনে ব্যাট করতে নামেন তিনি। কিন্তু রান করতে পারেননি। বল হাতে তাকে দিয়েই ওপেন করায় তার দল। ওভারের শেষ বলে গেইল স্লোয়ার ফ্লাইট দেন। ব্যাটসম্যান বল ব্যাটে লাগাতে ব্যর্থ হন। প্যাডে গিয়ে লাগে তার। গেইল লেগ বিফোরের আবেদন করেন। আম্পায়ার না করে দিতেই কেঁদে দেন গেইল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।