স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তু মানুষের পুনর্বাসনের জন্য সাহায্য সংগ্রহ করার জন্য ‘বুশফায়ার ব্যাশ’ ম্যাচ খেলতে মাঠে নামেন ক্রিকেট কিংবদন্তিরা। মানবতা এবং মহৎ উদ্দেশ্য নিয়ে আবারও জার্সি গায়ে ২২ গজের পিচে নামেন রিকি পন্টিং, ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালশ, অ্যাডাম গিলক্রিস্টরা।
আজ মেলবোর্নে অনুষ্ঠিত এই বিশেষ ম্যাচে দর্শকরাও সাড়া দিয়েছেন। তহবিলে জমা পড়েছে ৭৭ লাখ ৬০ হাজার ১১১ অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪৩ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ৩৬১ টাকা।
ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১০৪ রান করেছে পন্টিং একাদশ। কিংবদন্তি ব্রায়ান লারা মাত্র ১১ বল খেলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৩০ রান। এছাড়া ম্যাথু হেইডেন ১৪ বলে ১৬, রিকি পন্টিং ১৪ বলে ২৬ ও লুক হজ ৪ বলে ১১ রান করেন। বল হাতে ১টি করে উইকেট নেন কোর্টনি ওয়ালশ, যুবরাজ সিং ও অ্যান্ড্রু সাইমন্ডস।
জবাবে গিলক্রিস্টের দল থেমেছে ৬ উইকেটে ১০৩ রান করে। মাত্র ৯ বলে ৩০ রান করে স্বেচ্ছা অবসরে মাঠ ছাড়েন ওয়াটসন। অ্যান্ড্রু সাইমন্ডস খেলেন ১৩ বলে ২৯ রানের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য গিলিদের দরকার ছিল ১৭ রান। সে ওভারে ড্যান ক্রিশ্চিয়ান ৩টি নো বল দিলেও প্রয়োজনীয় রান সংগ্রহ করতে পারেননি গিলক্রিস্ট একাদশের ব্যাটসম্যানরা।
এই ম্যাচ থেকে অর্জিত সকল অর্থ ও সাহায্য তুলে দেয়া হবে রেড ক্রিসেন্টের হাতে। যা খরচ করা হবে দাবানলে ক্ষতিগ্রস্তু মানুষের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।