
স্পোর্টস ডেস্ক : প্রায় এক মাস মাঠের বাইরে লিওনেল মেসি। অনুশীলনে ফিরলেও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন তিনি। পিএসজি সমর্থকরা মেসিকে মাঠে দেখতে উদগ্রীব। তবে তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে। শনিবার মেসি খেলবেন না জেনেও ৪৭ হাজার ধারণক্ষমতার পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ। ২০২০ সালের ফেব্রুয়ারিতে শেষবার পিএসজির দর্শকরা স্টেডিয়ামে এসেছিলেন। কোভিড-১৯ বিধিনিষেধ শিথিলের পর প্রথমবার পার্ক দেস প্রিন্সেসে এসেছিলেন দর্শকরা। ফরাসি লিগ ওয়ানে স্ত্রাসবুরকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি।
মেসি এই মৌসুম তাদের সবচেয়ে বড় সাইনিং হলেও সার্জিও রামোস, জিয়ানলুইজি দোন্নারুম্মা, জর্জিনিয়ো ভাইনালডাম ও আশরাফ হাকিমির মতো তারকারা এসেছেন পিএসজিতে। ভাইনালডাম ও হাকিমি পিএসজির হয়ে মৌসুমের প্রথম ম্যাচেই মাঠে নামলেও সেটা ছিল প্রতিপক্ষের স্টেডিয়ামে। ঘরের মাঠে এই পাঁচজনকে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল না। শনিবার সেই আনুষ্ঠানিকতা সেরেছে পিএসজি।
একে একে মাঠে নেমেছেন হাকিমি, ভাইনালডাম, দোন্নারুম্মা, রামোস ও মেসি। স্ত্রাসবুরের বিপক্ষে একাদশে ছিলেন হাকিমি ও ভাইনালডাম। রামোস ইনজুরির কারণে মাঠের বাইরে। দোন্নারুম্মাকে এই ম্যাচেও মাঠে নামাননি পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। নেইমার ও আনহেল ডি মারিয়াও ছিলেন না। পুরো ম্যাচ মাঠে বসে দেখেছেন মেসি। পরিচয় পর্বে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি। তিনি বলেন, ‘এই সপ্তাহটা আমার জন্য বিশেষ কিছু। সবাইকে ধন্যবাদ আমাকে স্বাগতম জানানোয়। এটা (দর্শকদের ভালোবাসা) অসাধারণ। আমি খুবই খুশি। নতুন শুরু নিয়ে আমি রোমাঞ্চিত। আশা করছি দারুণ একটা বছর কাটবে আমাদের।’
স্ত্রাসবুরের বিপক্ষে আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। লিগ ওয়ানে ১৫০তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন ফরাসি তারকা। একটি গোল করেছেন। অবদান রেখেছেন দুই গোলে। তাদের অন্য তিন গোলদাতা মাউরো ইকার্দি, ইউলিয়ান ড্রাক্সলার ও পাবলো সারাবিয়া। শেষ ১০ মিনিট একজন কম নিয়ে খেলা স্ত্রাসবুরের গোল দুটি করেছেন কেভিন গামেইরো ও লুদোভিক আজোক। দুই ম্যাচের দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। দিনের অন্য ম্যাচে শিরোপাধারী লিলের জালে গোল উৎসব করে নিস। ৪-০ গোলে জিতে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। লিলের দুই ম্যাচে অর্জন মাত্র ১ পয়েন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



