স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠ থেকে ঝরে গেল আরো এক তরুণ প্রতিভা। যেই খেলাতেই খুঁজছিলেন স্বপ্নের ক্যারিয়ার, সেই খেলাতেই প্রাণ গেল ত্রিপুরার ক্রিকেটার মিঠুন দেববর্মার। মাঠে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ত্রিপুরার আগরতলায় মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-২৩ দলের খেলা চলছিল। অনুশীলন ম্যাচ হলেও পুরোদমেই চলছিল খেলা। সেসময়ই হঠাৎ মাঠে পড়ে যান মিঠুন। তড়িঘড়ি তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। চিকিৎসকদের তরফে বলা হয়েছে, তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। মিঠুনের মৃত্যুতে গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ত্রিপুরা ক্রিকেট মহলে।
ক্রিকেট মাঠে মৃত্যু অবশ্য এই প্রথম নয়। সেই অস্ট্রেলিয়ার ফিল হিউজ থেকে কলকাতা ময়দানের তরুণ খেলোয়ারের মৃত্যু- বারবার ক্রিকেট মাঠের সবুজ ঘাসে নেমে এসেছে শোকের ছায়া। এবার সেই তালিকায় সংযোজন মিঠুন দেববর্মা।
এর আগে ক্রিকেট মাঠে সনু যাদব নামে খেলোয়াড়ের মৃত্যু হয়েছে কলকাতা ময়দানে। স্থানীয় বালীগঞ্জ স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার ছিলেন সনু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।