দরিদ্র ও অসহায় মায়েদের গর্ভাবস্থা ও শিশুর লালনপালনে সহায়তা দিতে ২০১১ সাল থেকে মাতৃত্বকালীন ভাতা কর্মসূচি চালু করেছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন এ প্রকল্পটি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে প্রদান করা হয়।
ভাতার উদ্দেশ্য হলো—গর্ভবতী মায়েদের পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং শিশুর প্রাথমিক যত্নে আর্থিক সহায়তা দেওয়া।
যেভাবে আবেদন করবেন:
মাতৃত্বকালীন ভাতা পেতে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, গর্ভাবস্থার মেডিকেল রিপোর্ট, ছবি ও ব্যক্তিগত তথ্যসহ নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। আবেদন অনলাইনে বা নিকটস্থ ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলরের অফিসে জমা দেওয়া যায়।
আবেদন যাচাই ও অনুমোদনের পর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভাতা প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করেন।
অনলাইনে আবেদন করতে লিংক:
http://103.48.16.6:8080/LM-MIS/applicant/onlineRegistration
এখানে আবেদনকারীর ব্যক্তিগত, ঠিকানা, আয় এবং সন্তানসংক্রান্ত তথ্য পূরণ করতে হবে। পাশাপাশি নিজের ছবি ও স্বাক্ষর আপলোড করাও বাধ্যতামূলক।
আবেদন করার সময়সীমা:
প্রতি মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
কত টাকা পাওয়া যায়?
প্রতি মাসে ৮০০ টাকা হারে ছয় মাস অন্তর এককালীন ৪,৮০০ টাকা দেওয়া হয়। একজন সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ২৪ মাসে মোট ১৯,২০০ টাকা এবং দুই সন্তানের ক্ষেত্রে ৩৬ মাসে সর্বোচ্চ ২৮,৮০০ টাকা পাওয়া যায়।
শর্তাবলি
আবেদনকারীর বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
প্রথম বা দ্বিতীয় গর্ভধারণের সময় আবেদন করতে হবে।
মাসিক আয় ১,৫০০–২,০০০ টাকার মধ্যে বা কম হতে হবে।
কৃষিজমি বা পুকুর থাকলে আবেদন গ্রহণযোগ্য নয়।
জুলাই মাসে ভাতাভোগী নির্বাচন করা হয়, এ সময় অন্তত পাঁচ মাসের গর্ভবতী হতে হবে।
সতর্কবার্তা
প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে আবেদন অবশ্যই সরকারি নির্ধারিত প্রক্রিয়ায় করতে হবে। ভাতা কেবল দরিদ্র, অসহায় ও যোগ্য মায়েদের জন্য নির্ধারিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।