স্পোর্টস ডেস্ক: আর মাত্র ২ উইকেট পেলেই টেস্ট ক্রিকেটে ছয়শ উইকেট শিকারের মালিক হবেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। সাউদাম্পটন টেস্টে পাকিস্তানকে ২৭৩ রানে অল আউট করার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ইংলিশ এই পেসার।
সিরিজের তৃতীয় ও ফাইনাল টেস্টের দ্বিতীয় দিনই তিন উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। অভিজ্ঞ এই পেসার গতকাল (২৩ আগস্ট) নিয়েছেন আরও দুই উইকেট। সবমিলিয়ে টেস্ট ক্রিকেটে ৫৯৮টি উইকেট পেয়েছেন তিনি।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৫৮৩ রানের জবাবে ২৭৩ রান করেছে পাকিস্তান। আজ সোমবার (২৪ আগস্ট) ৩১০ রানে পিছিয়ে ম্যাচের চতুর্থ দিন ফলোঅন সামাল দেবে তারা। এই ইনিংসেই কাঙ্খিত দুই উইকেট অর্জন করতে পারেন ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন।
আরও আগেই পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি বনে যান অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার নেয়া ৫৬৩ উইকেট টপকে যান আরও আগেই।
প্রসঙ্গত, টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অ্যান্ডারসনের সামনে আছেন আরও তিনজন। এই তিনজন হলেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট), অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন (৭০৮ উইকেট) ও ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে (৬১৯ উইকেট)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।