জুমবাংলা ডেস্ক: ক’রোনার বাড়বাড়ন্তে চলমান লকডাউনে বিপাকে পড়া পরিবারের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা শান্তি সংঘ’। সংগঠনটির উদ্যোগে বিপাকে পড়া শতাধিক পরিবার মাত্র ১০ টাকায় রোজার বাজার পেয়েছে।
চলমান সঙ্কটকালে ১০ টাকার বিনিময়ে ১ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি মুড়ি, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি ছোলা, আধা কেজি পেয়াজ, ১ প্যাকেট নুডলস, ২ প্যাকেট পানীয় পেয়ে খুশি ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার ঘাটারচর এলাকার ১২০ পরিবার।
রোববার ঘাটারচরের ওলামানগর ন্যাশনাল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এই বাজারের আয়োজন করা হয়। এক ঝাঁক স্থানীয় তরুণদের উদ্যোগে এই রোজার বাজার বিতরণ কর হয়।
সংগঠনের সহ সভাপতি কাউসারউজ্জামান রনি বলেন, লকডাউনে আমরা কেরানীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকের (রোববার) এই কার্যক্রম। মানুষ যাতে এটাকে ত্রাণসামগ্রী না ভাবে, তাই এই ১০ টাকার বিনিময় বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কেবল খাদ্যসামগ্রী বিতরণই নয় মাস্ক-স্যানিটাইজার বিতরণ, মশা নিধন, বিনামূল্যে চোখের ছানি অপারেশন ইত্যাদি কাজও চালিয়ে যাচ্ছে প্রচেষ্টা শান্তি সংঘ। আগামী মঙ্গলবার (২৭ এপ্রিল) ইফতারে ৩০০ মানুষের মাঝে রান্না খাবার বিতরণ করা হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



