বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতের বাজারে জনপ্রিয় বাইক তৈরির সংস্থা হল হিরো মটোকর্প। তবে এর পাশাপাশি আরেকটি বাইকেও সকল গ্রাহকদের নজর আটকেছে। আর সেটি হল হিরো স্প্লেন্ডর। গত মাসে প্রচুর গ্রাহক এই সংস্থার গাড়ি কিনেছেন। তবে হিরো স্প্লেন্ডর জনপ্রিয় হওয়ার পিছনে রয়েছে একাধিক কারণ। এই বাইকের সাধারণ ডিজাইন, দুর্দান্ত মাইলেজ ও হালকা ওজনের জন্য অনেকেই পছন্দ করেন এই বাইক। চলতি বছরের মে মাসে এটি ভারতের বেস্ট সেলিং বাইকের তকমা জিতে নিয়েছে। গত মে মাসে এই বাইকটি কিনেছেন ৩ লাখ ৪০ হাজার গ্রাহক।
আপনি কিনতে চাইলে একেবারে নূন্যতম টাকায় এটি বাড়িতে আনতে পারেন। ১১ হাজার টাকার বিনিময়ে ঘরে আনতে পারেন এই গাড়ি। তবে তার আগে জেনে নিতে হবে এই বাইকের ব্ল্যাক ও অ্যাক্সেন্ট ভেরিয়েন্টে ফাইন্যান্স প্ল্যান সম্পর্কে। Hero Splendor Plus ব্ল্যাক ও অ্যাক্সেন্ট ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় ৭৪,৮০১ টাকা। এটি অন রোড দাম ভারতীয় মুদ্রায় ৮৯,৮৭৭ টাকা। কেউ নগদে কিনতে চাইলে ভারতীয় মুদ্রায় ৯০,০০০ টাকা দিতে হবে। কেউ ইএমআই-এর মাধ্যমে কিনতে চাইলে ভারতীয় মুদ্রায় ১১,০০০ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিনতে পারেন।
ভারতের স্থানীয় ব্যাংকের মাধ্যমে ৯.৭ শতাংশ সুদের হারে ভারতীয় মুদ্রায় ৭৭,৪১৯ টাকা পরিশোধ করতে হবে। ডাউন পেমেন্টে গাড়ি বাড়িতে আনার পর প্রতি মাসে ভারতীয় মুদ্রায় ২,৪৮৭ টাকা ঋণ জমা করতে হবে। ৩৬ মাস অর্থাৎ ৩ বছর এই ঋণ জমা করতে হবে। তবে এবার জেনে নেওয়া যাক এই বাইকের সমস্ত বিষয়বস্তু। হিরো স্প্লেন্ডর প্লাস বাইকে ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ৮.০২ পিএস শক্তি উৎপন্ন করে।
এছাড়া ৮.০৫ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ৪ স্পীড গিয়ারবক্সের সঙ্গে এটি ৭০ কিমি মাইলেজ অতিক্রম করতে সক্ষম। এছাড়া সাসপেনশন রয়েছে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং হাইড্রলিক শক অ্যাবসর্বার। গাড়িটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে অ্যানালগ এবং হেডলাইট। এছাড়া ও টার্ন সিগন্যাল প্রতি টেল ল্যাম্প হ্যালোজেন। গাড়িটি কিনলে এর সঙ্গে মিলবে পাঁচ বছরের ওয়ারেন্টি।
এক বোতামেই সব কন্ট্রোল, বাজার বাজিমাত করতে আসছে এই দুর্ধর্ষ ইলেকট্রিক বাইক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।