আন্তর্জাতিক ডেস্ক : মাসিক মাত্র ১৭ হাজার ৬০০ টাকায় কেনা যাবে নতুন গাড়ি। কিস্তিতে ক্রেতাদের জন্য এ সুযোগ দিচ্ছে মারুতি সুজুকি সুইফট।
মাইলসের সঙ্গে মারুতির পার্টনারশিপ হওয়ায় এবার মাসিক এ সাবসক্রিপশন চার্জের বিনিময়ে নতুন সুইফট এলএক্সআই কিনতে পারবেন ভারতের পুনের গ্রাহকরা।
হায়দরাবাদের গ্রাহকদের এক্ষেত্রে মাসিক ১৮ হাজার ৩৫০ টাকা মাসিক চার্জ দিতে হবে। এই প্রকল্পে গাড়ি কিনতে গেলে কোনো ডাউন পেমেন্ট দিতে হবে না, জানিয়েছে মারুতি সুজুকি ইন্ডিয়া।
শুক্রবার (২৮ আগস্ট) পুনে ও হায়দরাবাদে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ‘মারুতি সুজুকি সাবসক্রাইব’ প্রকল্পের। গত জুলাইয়ে জাপানের ওরিক্স অটো ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস লিমিটেড সংস্থার সঙ্গে জোট বেধে গুরুগ্রাম ও বেঙ্গালোরুতে গ্রাহক নথিভুক্তিকরণ প্রকল্প প্রথম চালু করে মারুতি।
নতুন সাবসক্রিপশন পরিষেবায় বিবিধ পরিষেবা পাবেন গ্রাহকরা, যার মধ্যে রয়েছে জিরো ডাউন পেমেন্ট, সম্পূর্ণ গাড়ির মেইনটেইন্যান্স, ইনস্যুরেন্স, ২৪X৭ রোডসাইড সাপোর্ট এবং ঝুঁকিহীন রিসেলের মতো একাধিক সুবিধা। সাবসক্রিপশনের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পরে গ্রাহক বাইব্যাকের সুবিধাও নিতে পারেন বলে জানিয়েছে মারুতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।