স্পোর্টস ডেস্ক : মালয়েশিয়ার মাটিতে গতকাল নেপালকে মাত্র ৫২ রানে অলআউট করেছিল বাংলাদেশ। আজ শ্রীলঙ্কা সেই কীর্তিকেও ছাড়িয়ে গেছে। স্বাগতিক মালয়েশিয়া শ্রীলঙ্কার বিপক্ষে গুটিয়ে গেছে মাত্র ২৩ রানে। মেয়েদের যে কোনো পর্যায়ের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই সর্বনিম্ন রান। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সর্বনিম্ন রান।
রবিবার (১৯ জানুয়ারি) মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২৩ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবেছে স্বাগতিক মালয়েশিয়া। এদিন আগে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১৪.১ ওভারে ২৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
ছেলে-মেয়ে মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড স্কটল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের। মাত্র এক রানের জন্য সেই রেকর্ড ছুঁতে পারল না মালয়েশিয়ার মেয়েরা। আর মেয়েদের জাতীয় দল কিংবা বয়সভিত্তিক টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে সর্বনিম্ন রানের ইনিংসটি ছিল জিম্বাবুয়ের (২৫ রান)। সেই রেকর্ড আজ ভেঙে দিয়েছে মালয়েশিয়া।
কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে এদিন টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা মালয়েশিয়া। শ্রীলঙ্কার দাহামি সানেথমা ৫২ বলে ৫ চারে ৫৫ রানের ইনিংস খেলেন।
ঝড় তুলেছিলেন সাঞ্জানা কাভিন্দিও। মাত্র ১৩ বলে ৬ চারে ৩০ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া হিরুনি হান্সিকা ২১ বলে ২৮ রান করেন। শেষ দিকে ৭ বলে ১৩ রানের ক্যামিও খেলেন শাসিনি জিমহানি।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের তোপে পড়েন মালয়েশিয়ার ব্যাটাররা। স্বাগতিকদের ছয়জন ব্যাটারই রানের খাতা খুলতে ব্যর্থ হন। একজন ব্যাটারও দুই অঙ্কের রান করতে পারেননি। সর্বোচ্চ ৭ রান আসে নুর আলিয়া হাইরুনের ব্যাট থেকে। ৭ রান আসে অতিরিক্ত খাত থেকে। এছাড়া ৬ রান করেন সুয়াবিকা মানিভান্নান।
শ্রীলঙ্কার চামোদি পারবোদা ৪ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। লিমানসা থিলাকরত্ন ৩ রান এবং মানুদি নানাইয়াকরা ৮ রান দিয়ে ২তি করে উইকেট শিকার করেন। একটি উইকেট যায় রাশমিকা সেওয়ান্দির ঝুলিতে।
শ্রীলঙ্কা জয় পায় ১৩৯ রানের বিশাল ব্যবধানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।