ভারতীয় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী সিনিয়র পর্যায়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দুর্দান্ত এক পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাস গড়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিজয় হাজারে ট্রফির প্লেট লিগে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে ভারতের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি স্থাপন করেছেন এই বাঁহাতি ব্যাটার।

রাঁচির জেএসসিএ ওভাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে সূর্যবংশী শুরু থেকেই তীব্র আক্রমণে নামেন এবং চার ও ছক্কায় প্রতিপক্ষ বোলারদের ব্যাপক চাপে ফেলেন। তাঁর ব্যাট থেকে এসেছে একের পর এক দর্শনীয় শট। ৩৬ বলেই শতক পূর্ণ করে ভারতীয় লিস্ট ‘এ’ ক্রিকেটে অমলপ্রীত সিংয়ের পরে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন তিনি। ২০২৪ সালে অমলপ্রীত ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন।
এর পাশাপাশি, বিশ্ব লিস্ট ‘এ’ ক্রিকেটে বৈভবের এই ৩৬ বলের সেঞ্চুরি এখন যৌথভাবে চতুর্থ দ্রুততম।
অদ্ভুত পারফরম্যান্স এখানেই শেষ হয়নি। মাত্র ৫৪ বল খেলতে খেলতে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৮ ওভারের মধ্যে ২০০ রান ছাড়িয়ে যায় বিহার দল। এই সময়ে তিনি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের ৬৪ বলের দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দিয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সূর্যবংশী ৭০ বলে ১৬৫ রানে অপরাজিত আছেন, যেখানে রয়েছে ১৩ ছক্কা ও ১৫ চার।
এটি তার সিনিয়র লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র সপ্তম ম্যাচে পাওয়া প্রথম সেঞ্চুরি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের পর সিনিয়র মঞ্চেও বড় হয়ে ওঠার প্রমাণ দিলেন বৈভব সূর্যবংশী, যার পারফরম্যান্স ভবিষ্যতে ভারতের জন্য বড় আশা জাগাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



