আন্তর্জাতিক ডেস্ক : ‘টাইম ইস মানি’। প্রতি মুহূর্তে এই সত্য প্রমাণ করে এই যুগটা। আরও বেশি উপার্জনের আকাঙ্ক্ষায় কর্মব্যস্ততার সীমা নেই। ঘুম-নাওয়া-খাওয়া পর্যন্ত শিকেয় উঠেছে। দোসর হয়েছে মোবাইল ফোন তথা ইন্টারনেট। ঘরে থাকলেও অফিস থেকে রেহাই নেই কর্মীকুলের। অনেকরই বক্তব্য, বিজ্ঞানের মতোই ‘ওয়ার্ক ফ্রম হোম’ নিয়ে নিবন্ধ রচনাতেও প্রশ্ন তোলা যেতে পারে-আশীর্বাদ না অভিশাপ।
এই দ্বন্দ্বের চরম রূপ দেখা গেল ভারতের দক্ষিণ প্রান্তের অন্যতম ব্যস্ত শহর বেঙ্গালুরুতে। সেখান জুতোর দোকানে পছন্দের পাদুকাজোড়া কিনতে কিনতেই অফিস মিটিং সারতে দেখা গেল জনৈক ল্যাপটপধারী ললনাকে! সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
কার্তিক ভাস্কর নামের এক ব্যক্তি নিজের এক্স অ্যাকাউন্টে চমকে দেওয়া ছবি পোস্ট করেন। ক্যাপশানে তিনি লিখেছেন, “আজ একজনকে দেখলাম জুতো কিনতে কিনতে ল্যাপটপে টিম মিটিং করছেন।” ছবিটিতে দেখা গিয়েছে, এক তরুণী ডান হাতে একটি ল্য়াপটপ ধরে আছেন। সেই অবস্থায় জুতোর দোকানের একটি ব়্যাকের সামনে। সেই ব়্যাকে নানা ডিজাইনের জুতো রয়েছে। জুতোর দিকেই তাকিয়ে আছেন তরুণী। এই ছবিতে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে নেটদুনিয়ায়।
একদল যখন ঘটনাটিকে হালকা চালে দেখছেন, মজাও করছেন। অন্য দলের বক্তব্য, এটা আদতে দুঃখজনক পরিস্থিতি। তাদের মতে, মাত্রাছাড়া কর্মব্যস্ততাই দুঃখজনক জীবন যাপনের দিকে ঠেলে দিচ্ছে আমাদের। কেউ কেউ অবশ্য বলছেন, অফিসের মিটিং আর জুতো কেনা দুই কাজ একটি মোবাইল ফোনেই করা যেতো। এক নেটিজেনের বক্তব্য, এই ঘটনা ওয়ার্ক ফ্রম হোমের চরম পরিণতি। এই পরিস্থিতি যাতে করে না হয় তার জন্যই বেশ কিছু সংস্থা ওয়ার্ক ফ্রম তুলে দিতে চায়। মোদ্দা কথা, এটাই হয়তো একবিংশ শতাব্দী চরিত্র। যাকে এক কথায় বলা যায়- ‘টাইম ইস মানি’। যে যাপনে সুখ থাকলেও শান্তি বহুদিন হল ঘরছাড়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।