চলমান বিপিএলের নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়েছে চট্টগ্রাম রয়েলস। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী রংপুরের বিপক্ষে মাঠে নামবে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। এই ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।

রবিবার (২৮ ডিসেম্বর) কোনো খেলা না থাকায় অনুশীলনে এসেছিল চট্টগ্রাম দল। সিলেটের আউটার মাঠে অনুশীলনের সময় মাথায় আঘাত পান শরিফুল। পরে দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় শরিফুলকে।
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু ঠিক আছে। স্ক্যান করা হয়েছে, সমস্যা নেই। ইতোমধ্যে হাসপাতাল থেকে টিম হোটেলেও গিয়েছেন শরিফুল।
উল্লেখ্য, বিপিএল শুরুর আগ মুহূর্তে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা প্রত্যাহার করে বিসিবিকে চিঠি দিয়েছে ট্রায়াঙ্গেল গ্রুপ। এরপরই চট্টগ্রামের দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিতর্কের নিজেদের প্রথম ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। ওই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে তারা ৬৫ রানে হারায়। চট্টগ্রামের পক্ষে ৩ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে ২ উইকেট নেন শরিফুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


