স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পাওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে ভারতীয় ওপেনার ঈশান কিষানকে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৮৩ রান জড়ো করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মাকে হারালেও শ্রেয়াস আইয়ারের সঙ্গে ক্রিজে লড়ে যান কিষান।
তবে চতুর্থ ওভারে লঙ্কান পেসার লাহিরু কুমারার একটি বাউন্সার আঘাত করে কিষানের হেলমেটে। এরপর এই আঘাত নিয়েই খেলে যাচ্ছিলেন। তবে ষষ্ঠ ওভারে কুমারার শিকার হয়েই ফেরেন সাজঘরে।
আউট হওয়ার পর মাথায় আঘাত পাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধর্মশালার কাংরার ফর্টিস হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে ভর্তি আছেন তিনি।
ভারতীয় ওপেনারের সিটি স্ক্যান করানো হয়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি। তবে গণমাধ্যমে ঈশান কিষানকে নিয়ে শুরু হয়েছে চর্চা। সমর্থকরা প্রার্থনা করছে ভারতীয় ওপেনার যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।
এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে ভারত। হাই স্কোরিং ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে রোহিত শর্মার দল। ৪৪ বলে ৭৪ রান করে অপরাজিত থেকে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন শ্রেয়াস আইয়ার। আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।