শেরপুরের নালিতাবাড়ীতে মাদক কারবারিদের হামলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই), এক কনস্টেবল ও স্থানীয় এক বাসিন্দাসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে পুলিশের একটি দল অভিযান চালায়। সে সময় মাজম আলীসহ আরও তিন মাদক কারবারি প্রতিবেশীর পতিত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা লেনদেন করছিল।
অভিযানের সময় নারী-পুরুষসহ স্বজনেরা পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল এবং স্থানীয় বাসিন্দা শাহীন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতেই এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।