নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে তপু বর্মন (৩০) ও অহিদ মিয়া (৫০) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ওই দুই মাদক কারবারির কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
রোববার (২১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তুমিলিয়া ইউনিয়নের বোয়ালী ও কালীগঞ্জ পৌরসভার মূলগাও এলাকায় পৃথক দুটি অভিযান চালায় থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি তপু বর্মন কালীগঞ্জ পৌর এলাকার মূরগাঁও গ্রামের দিলীপ বর্মনের ছেলে। অহিদ মিয়া উপজেলার তুমিলিয়া গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে।
ওসি জানান, মাদক বিরোধী পৃথক দুটি বিশেষ অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। এক অভিযানে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকা থেকে তপু বর্মনকে ২৫ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। পুলিশের অপরএক অভিযানে, উপজেলার তুমিলিয়া ইউনিয়নের বোয়ালী ব্রিজ থেকে মাদক কারবারি অহিদকে ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাদেরকে দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। কালীগঞ্জ থানা পুলিশের এ ধরনের মাদক বিরোধী অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।