জুমবাংলা ডেস্ক : রাজশাহীর চারঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার মাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, অভিযানের সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত আবু হানিফ মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে রক্ষা করতে গিয়ে মো. সজিব নামে স্থানীয় এক ব্যক্তিও আহত হয়েছেন।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, রাত ৯টার দিকে ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গেলে হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এ সময় আবু হানিফ ও সজিবকে ছুরিকাঘাত করে তারা। পরে তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা এখন শঙ্কামুক্ত।
তিনি আরও জানান, এ ঘটনায় চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।