সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে মাদকাসক্ত ছেলেকে হেরোইনসহ পুলিশের হাতে ধরিয়ে দিলেন বাবা। শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত মোঃ সোহাগ হোসেন (২৭) সদর উপজেলার বেতিলা পালড়া গ্রামের সহিজ উদ্দিন ওরফে সহিদের ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
আটককৃত সোহাগ হোসেনের বাবা সহিজ উদ্দিন বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদক সেবন করে আসছিল। তাকে বার বার নিষেধ করা সত্ত্বেও সে কোন কর্ণপাত করেনি। বরং সে মাদক সেবন করে আমর পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করতো। সে তার মায়ের কাপড়-চোপড়সহ ঘরের বিভিন্ন জিনিষপত্র বিক্রি করে সেই টাকা দিয়ে মাদক সেবন করতো। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ডিবি পুলিশকে বিষয়টি জানাই। পরে ডিবি পুলিশ এসে আমার ছেলেকে আটক করে নিয়ে গেছে। আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন জেলখানায় থেকে সুস্থ ও সংশোধন হয়ে আমাদের কাছে ফিরে আসতে পারে।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ মোশারফ হোসেন জানান, মোঃ সোহাগ হোসেন মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝামেলা করতো। বিষয়টি নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। শনিবার বিকেলে সোহাগকে মাদকসহ ঘরের ভেতরে আটকে রেখে জেলা গোয়েন্দা পুলিশকে ফোন দিয়ে বিষয়টি অবগত করেন তার বাবা সহিজ উদ্দিন। পরে ডিবি পুলিশের একটি অভিযানিক দল এসআই মোঃ হাবিব আল নোমানের নেতৃত্বে শনিবার বিকালে ৪টার সময় সোহাগকে ৫ গ্রাম হেরোইনসহ আটক করেন।
তিনি আরো জানান, আটককৃত আসামীর বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।