
জুমবাংলা ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাহাঙ্গীর আলম (২৮) হত্যার ঘটনায় তার বাবা মোহাম্মদ আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মোহাম্মদ আলী পুলিশের কাছে ভাড়াটে লোক দিয়ে ছেলেকে খুনের কথা স্বীকার করেছেন।
তাহিরপুর থানা পুলিশ সূত্র বিষয়টি জানিয়েছে।
মোহাম্মদ আলীর বাড়ি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামে। গত ২২ মে সকালে গ্রামের পাশের সীমান্তবর্তী মাহারাম নদের পাড় থেকে জাহাঙ্গীরের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। গ্রেফতার মোহাম্মদ আলী ও অন্য আসামিদের বরাত দিয়ে পুলিশ বলেছে, জাহাঙ্গীর মাদকাসক্ত ছিলেন। টাকাপয়সার জন্য তিনি পরিবারের লোকজনকে নানাভাবে নির্যাতন করতেন। এতে অতিষ্ঠ হয়ে মোহাম্মদ আলী ছেলেকে খুন করাতে ২০ হাজার টাকায় পেশাদার খুনিদের সঙ্গে চুক্তি করেন।
গত ২১ মে রাতে ভাড়াটে লোকেরা জাহাঙ্গীর আলমকে ৫০০ টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। জাহাঙ্গীরকে হত্যার পর তার বাবাকে বিষয়টি নিশ্চিত করেন খুনিরা।
এ ঘটনায় মোহাম্মদ আলী বাদী হয়ে ছেলে হত্যার ঘটনায় নিজের গ্রামের তিন প্রতিবেশীকে আসামি করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। ঐ তিন ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাহারাম গ্রামের সুরুজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে। সুরুজ মিয়া পুলিশের জিজ্ঞাসাবাদে নিজে খুনের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন এবং এর সঙ্গে এলাকার চানপুর রজনী লাইন গ্রামের সেকান্দার আলী (৫৫) নামের আরেকজন জড়িত বলে জানান।
পরে পুলিশ গাজীপুর জেলার শ্রীপুরের কড়ইতলা থেকে সেকান্দার আলীকে ২২ জুন গ্রেফতার করে। দুই জনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে মোহাম্মদ আলী তার ছেলে জাহাঙ্গীর আলমকে খুনের জন্য তাদের সঙ্গে ২০ হাজার টাকায় চুক্তি করেছিলেন বলে জানান। সেকান্দার ১৯৯৬ সালে তাহিরপুর থানার একটি হত্যা মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত হন। পরে তিনি আপিলে ২০১২ সালে কারাগার থেকে ছাড়া পান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ তরফদার বলেন, ছেলে হত্যা মামলায় গত বুধবার রাতে মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।