মাদারীপুরে প্রধানমন্ত্রীর ঈদসামগ্রী পেলো ৩০০ প্রতিবন্ধী পরিবার

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদসামগ্রী ও নতুন পোশাক পেলো মাদারীপুর জেলার অসহায় ৩০০ প্রতিবন্ধী পরিবার।

শহরের তরমুগরিয়া এলাকায় প্রসিসেস বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়। প্রসিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ড. সেলিনা আখতার। এছাড়া আরো উপস্থিত ছিলেন- প্রসিসেস বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবির মাহমুদ ইমরান।

বিনামূল্যে ঈদ সামগ্রী ও নতুন পোশাক পেয়ে খুশি হতদরিদ্র প্রতিবন্ধীর পরিবারগুলো।

ড. সেলিনা জানান, প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে না করে তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে শুধু ঈদেই নয়, করোনা, প্রাকৃতিক দুর্যোগসহ সারাবছর প্রতিবন্ধীদের সহযোগিতা করে যাচ্ছেন। সারাজীবন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাবার কথাও জানান তিনি।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০১৫ সালে এটি এমপিওভুক্ত হয়। ওই সময়ে ২০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও এখন শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০। প্রতিবন্ধীরা যাতে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারে সেজন্যই বিদ্যালয়টি স্থাপন করা হয়। বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের দিক নির্দেশনার জন্য ৩৩ জন শিক্ষক কর্মরত রয়েছেন। সূত্র: বাসস