জুমবাংলা ডেস্ক : বগুড়া শহরের বেসরকারি মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আমিনুর ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আমিনুর সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কাহলা গ্রামের আলতাব আলীর ছেলে।
উক্ত ঘটনায় সোমবার দুপুরে ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বগুড়া শহরের বেসরকারি মাদ্রাসাছাত্রীর সাথে অভিযুক্ত যুবকের মোবাইল ফোনে পরিচয় গড়ে উঠে। পরিচয়ের এক পর্যায়ে যুবক ওই ছাত্রীকে দেখা করার জন্য ফুঁসলিয়ে রাজি করে।
এরপর গত ২৭ অক্টোবর, অভিযুক্ত ওই যুবক সিএনজি করে ওই মাদ্রাসা ছাত্রীকে তার বাড়ির সামনে থেকে নানারকম ছলচাতুরি করে উঠিয়ে এরুলিয়াতে নিয়ে যায়। সেখানে নির্জন জায়গা দেখে ওই ছাত্রীকে ধর্ষণ করে।
পরবর্তীতে ওই ছাত্রী বাড়িতে এসে বাবা-মাকে সব ঘটনা বলে দেয়। পরে ভুক্তভোগী ছাত্রীর বাবা রোববার রাতে থানায় অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ আমিনুরকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, অভিযোগ পাওয়ার পরেই তদন্ত নামে পুলিশ। যেহেতু অভিযুক্তের কোনো পরিচয় জানা ছিলো না তাই বিষয়টা একেবারেই ক্লুলেস ছিলো। তারপরও আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমিনুরকে গ্রেপ্তারে সফল হই।
ভুক্তভোগী নিজেই অভিযুক্তর পরিচয় নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত আমিনুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।