বিনোদন ডেস্ক : বলিউড ছবি ‘বেটা’ সিনেমায় ‘ধক ধক করনে লগা’ গানে নেচে ঝড় তুলে ভারতের ‘ধক ধক গার্ল’-এর তকমা পেয়েছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এ বার সেই গানে নেচে আগুন ঝরালেন এক তরুণী। ওই তরুণীর নাচের ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘ধক ধক করনে লগা’ গানে নাচছেন এক তরুণী। তাঁর পরনে বেগুনি শাড়ি এবং সাদা হাতকাটা ব্লাউজ। তরুণীর পিছনে আরও কয়েক জন মহিলা দাঁড়িয়ে। তবে তাঁরা নাচছেন না। হাত দিয়ে তাল ঠুকছেন।
আমিরের সঙ্গে সম্পর্ক ঘোষণার একদিনের মধ্যেই যে সিদ্ধান্ত নিলেন প্রেমিকা গৌরী
আর মাধুরীর সেই গানে নেচে রীতিমতো ঝড় তুলেছেন সামনের ওই তরুণী। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে ভিডিওটি। তরুণীর মনোমুগ্ধকর অভিব্যক্তি এবং নৃত্যশৈলীতে মজেছে নেটপাড়া।
सुनो लड़कों अगर ट्विटर पर कमेंट करते करते बोर हो गए हो तो भाभी का मस्त डांस देख लो…. 😍😂
असली माधुरी तो नहीं हैं पर डांस मस्त हैं 🤩😍😂 pic.twitter.com/hvbL0jEf5v
— Ragini Singh (@Ragini1Im) March 10, 2025
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।