মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে দেয় চ্যাটবটটি। চ্যাটজিপিটির পাশাপাশি লেখা থেকে ভিডিও (টেক্সট টু ভিডিও) তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ‘সোরা’ও উন্মোচন করেছে ওপেনএআই। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে চলা মানবাকৃতির রোবট তৈরির পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপস্থিতি দেখা যাচ্ছে। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে চলা মানবাকৃতির রোবটের কারণে ভবিষ্যতে বিভিন্ন পেশাজীবীরা ঝুঁকিতে পড়বেন কী না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে জানিয়েছে, মানবাকৃতির রোবট তৈরির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ওপেনএআই।
তবে রোবট তৈরির প্রকল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত দুজন ব্যক্তি জানিয়েছেন, মানবাকৃতির রোবট তৈরির জন্য এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে ওপেনএআই। রোবটটিতে ওপেনএআইয়ের তৈরি বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তি যুক্ত করা হতে পারে।
চ্যাটজিপিটি নির্মাতা হিসেবে বেশি পরিচিতি পেলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন রোবট নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে। এরই মধ্যে রোবট নির্মাতা ফিগার ও ওয়ানএক্সের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ফিজিক্যাল ইন্টেলিজেন্সে বিনিয়োগ করেছে ওপেনএআই। তবে ২০২১ সালে ওপেনএআই গোপনে নিজেদের রোবট বিভাগ বন্ধ করে দেয় এবং এই খাতে নতুন উদ্যোগ থেকে সরে আসে।
নতুন করে নিজস্ব রোবট তৈরির বিভাগ চালু করতে হলে ওপেনএআইকে বেশ প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সফল হলে ওপেনএআইয়ের রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটশিল্পে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করছেন বাজার–বিশ্লেষকেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।