মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে খেটে খাওয়া অসহায় স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে ডাঃ সিদ্দিকুর রহমান এর উদ্দ্যাগে কর্মহীন ও হতদরিদ্র পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মানিকগঞ্জের পৌরমেয়র জেলা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা, জেলা যুবলীগের নেতা কবির হোসেন মন্টু, ভাড়ারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ভূইয়া সবুজ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন প্রমুখ।
এসময় কর্মহীন মানুষের মাঝে চাল ডাল তৈল আলু লবন আটা চিনি বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



