বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই বলিউডে সেভাবে দেখা যাচ্ছে না তাকে৷ নিজেকে ইন্ডাস্ট্রি থেকে গুটিয়ে নিয়েছেন৷ বিশেষ কিছু অনুষ্ঠানেও নজরে আসেন না গোবিন্দা৷ কারণ তিনি নাকি মানসিক রোগে ভুগছেন৷ যার ফলে উল্টোপাল্টা কথাও বলছেন তিনি, দাবি বন্ধুদের৷
কিছুদিন আগে বলিউডের এই হিরো জানিয়েছিলেন যে বিখ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামারুনের অফার তিনি ফিরিয়ে দিয়েছিলেন সময়ের অভাবে! এবং সেটা যে সে ছবি নয়, ক্যামারুনের ‘অবতার’ ছবির অফার ছিল গোবিন্দার কাছে৷ একটি ছবির জন্য টানা ৪১০ দিন কাজ করতে পারবেন না, তাই বিশ্বখ্যাত পরিলাচককে না বলে দিয়েছিলেন বলিউড হিরো৷ এই ছবিতে অভিনয় করতে হলে মুখে রং করতে হত৷ এটিও একটি কারণ সেই ছবিতে কাজ না করার, জানিয়েছেন গোবিন্দা নিজেই৷
গোবিন্দার এই কথার পর, তিনি হয়েছেন হাসির খোরাক৷ সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয়েছে নানা রকমের মজার মিম৷
তবে শুধু হলিউড পরিচালক নন, বলিউডের পরিচালক যার সঙ্গে তিনি প্রচুর কাজ করেছেন সেই ডেভিড ধওয়ানেরও প্রকাশ্যে নিন্দা করেছেন গোবিন্দা৷ এরপর থেকেই তাঁর বন্ধুরা জানিয়েছেন যে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন৷ যার ফলে এমন সব কথা তিনি বলছেন৷
অনেকেই অভিযোগ জানিয়েছেন তাঁর ব্যবহারের৷ কারও সঙ্গে ঠিক করে কথা বলছেন না গোবিন্দা৷ বন্ধুদের সঙ্গে দুর্ব্যবহারের ফলে অনেকে তার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।