জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জে রাস্তার পাশে কার্টনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)।
রবিবার (৬ এপ্রিল) মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিউটি গোস্বামী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহাররঞ্জন গোস্বামীর মেয়ে। তিনি স্বামী অলক রঞ্জন গোস্বামীর সঙ্গে রাজধানী উত্তরায় বসবাস করতেন। অলক রঞ্জন একটি বায়িং হাউসে চাকরি করতেন। এই দম্পতির দুই ছেলেসন্তান রয়েছে।
ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। এরপর মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, নিহতের বাবা নিহাররঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বিউটি গোস্বামীর স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা কার্টন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।