
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের আকিজ টেক্সটাইল মিলের পরিচ্ছন্নতা কর্মী জুলহাস হোসেনকে (৩৯) পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই টেক্সটাইল মিলের চারজন শ্রমিককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলহাসের মৃত্যু হয়। নিহত জুলহাস সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নে অবস্থিত আকিজ টেক্সটাইল মিলে গত বুধবার রাতে জুলহাসকে তারই চার সহকর্মী পায়ুপথে বাতাস দিয়ে আহত করে। পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহত জুলহাসের স্ত্রী চারজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার রাতেই মানিকগঞ্জ সদর থানা পুলিশ জুলহাস হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।